জামায়াত নেতার বিবৃতি
ক্ষমতার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস করছে সরকার
ঢাকা: অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, “যারা ২০ দলীয় জোটকে ধ্বংসের ষড়যন্ত্র করছে জনগণের আন্দোলনে তারাই একদিন রাজনৈতিক দৃশ্যপট থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।”
শফিকুর বলেন, “২০ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী ক্যাডারদের অবৈধভাবে ব্যবহার করে দেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।”
সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করে দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও উপদেষ্টাগণ অগণতান্ত্রিক ভাষায় ২০ দলীয় জোটকে আক্রমণ করে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। তারা যে ভাষায় হুমকি দিচ্ছে এটা কি গণতন্ত্রের ভাষা না ফ্যাসিবাদের ভাষা?
তাদের এ বক্তব্য থেকেই প্রমাণিত হয় যে, তারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। তারা ২০ দলীয় জোটকে নিশ্চিহ্ন করে দেশকে রাজনীতি শূন্য করতে চায়। তাদের এ স্বপ্ন দেশের জনগণ কিছুতেই বাস্তবায়িত করতে দিবে না। দেশের জনগণের আন্দোলনে তারাই একদিন রাজনৈতিক দৃশ্যপট থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।”
রোববার সারাদেশ থেকে ২০ দলীয় জোটের আড়াই’শ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের দাবি করে জামায়াতের এ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- গ্রেফতার অভিযান চালিয়ে গণআন্দোলন কখনো দমন করা যাবে না।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম