News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫২, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

মুক্তিযুদ্ধে খালেদা ও হাসিনার ভূমিকা একই: সৈয়দ ইব্রাহীম

মুক্তিযুদ্ধে খালেদা ও হাসিনার ভূমিকা একই: সৈয়দ ইব্রাহীম

ঢাকা: মুক্তিযুদ্ধে খালেদা জিয়া ও শেখ হাসিনার ভূমিকা একই বলে মন্তব্য করেছেন কল্যাণ পাটির সভাপতি  সৈয়দ মো. ইব্রাহীম।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান’ প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “উভয়ের ভূমিকা একই হলেও শেখ হাসিনার থেকে বেগম খালেদা জিয়া একটু এগিয়ে আছেন। কারণ, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান ধরা পড়লে দেশদ্রোহিতার দায়ে ফাঁসি হতে পারে জেনেও যুদ্ধে গিয়েছিলেন।”

আল্লাহ সীমা লঙ্গনকারীকে পছন্দ করে না উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান সরকার সীমা লঙ্গন করছেন । যার ফলে আজকে আমরা সীমা লঙ্গনকারীদের দৌরাত্ম্যের অভিশাপে কষ্ট পাচ্ছি, এর শুরু হয়েছিল ১৯৭২ সাল থেকে।”


সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেন,  “আমরা গণতন্ত্রের জন্য স্বাধীনতা আর্জন করেছি। কিন্তু এই সরকার সেই গণতন্ত্রকে বিসর্জন দিয়েছে।”

অর্থনীতিবিদ ও রাজনীতি বিশ্লেষক মাহবুব উল্লাহ বলেন, “আমরা আইনের শাসনের কথা বলি। কিন্তু  ৫৮ ধারার মতো  কালা আইন দেশে আছে যে কারণে , যে কোনো সময় যে কোনো মানুষকে কারাগারে পাঠানো হয়।”

তিনি বলেন, “আমরা কালো আইনের শাসন চাই না। ন্যায় ভিত্তিক মানবিক আইনের শাসন চাই। আইনের চোখে সবাই সমান, এটা যদি প্রতিষ্ঠা কারা যায় তাহলে এদেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে “

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যারা নিখোঁজ হয়, হারিয়ে যায়, তাদের দুঃখ-কষ্ট অন্তত তিনি বুঝতে পারতেন। কারণ তার জীবনেও  একটা ট্রাজেডি আছে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. আজিজুল হক, যুগ্ম সম্পাদক  ডা. এসএম রকিবুল ইসলাম বাচ্চু, সহসভাপতি অধ্যাপক ড. রকিবুল কবির লাভলু, রুহুল আমিন গাজী প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়