News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

‘খালেদা এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেত্রী’

‘খালেদা এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেত্রী’

 

ঢাকা: খালেদা এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেত্রী। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বিএনপির নেতাদের কারাদন্ড দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এর প্রতিবাদে আওয়ামী হকার্স লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন ডিসিসি নির্বাচন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া না চাইলেও বিএনপি নেতারা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন করবে। খালেদা জিয়ার দলের অনেক সিনিয়র নেতা আছেন যারা খালেদা জিয়ার আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারাকে সমর্থন করে না। তারা নির্বাচনে আসতে চায়। খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নাও নেয় তবুও বিএনপির সিনিয়র নেতারা অংশ নেবে।

হাছান মাহমুদ আরও বলেন, এই সরকারের অধীনে আগেও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে বিএনপিসহ অন্যান্য দল অংশগ্রহণ করেছে। এবারও এর ব্যতিক্রম হবে না। যে কোনো দলেরই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিএনপি চাইলে তারাও আসতে পারে।

আলোচনা সভায় আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় নেতাসহ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস /এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়