সিটি নির্বাচন নিয়ে সংশয়ে বি. চৌধুরী
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিকল্প ধারার সভাপতি ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেছেন, সিটি নির্বাচন সরকারের ট্র্যাপ হতে পারে আবার নাও হতে পারে। তবে নির্বাচন নিয়ে সংশয় আছে। সরকার যখন দেখবে তাদের জেতা কঠিন হয়ে যাচ্ছে তখন নির্বাচন বাতিল করে দিবে। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনে অনেক ভুল-ত্রুটি হয়েছে, এবার সুষ্ঠু নির্বাচন দিয়ে সব অপরাধ মোচন করুন।
সোমবার সকালে গুলশানে ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পরিবারকে সমাবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এ সরকারের সময়ে অতীতের নির্বাচন নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ সরকারের সময়ে অনেক মানুষ গুম হয়ে গেছে। এবার মানবিক কারণে হলেও সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করা উচিত। খুজেঁ বের করতে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন হারিয়ে গেলেন- এটা হতে পারে না। এটা পৃথিবীর নিকৃষ্টতম উদাহরণ। এর আগেও কয়েকজন নিখোঁজ হয়েছেন। এদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এটা একটি ব্যর্থ সরকার। এ সরকারের সময়ে মানুষের জীবনের নিরাপত্তা নেই। এ সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
সালাহ উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বি.চৌধুরী বলেন, অবিলম্বে সালাহ উদ্দিনকে খুঁজে বের করুন। সালাহ উদ্দিন ছাড়া তাঁর পরিবার অসহায়। তাকে ছাড়া তার স্ত্রী পরিবার কিভাবে সামল দিবেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বি. চৌধুরী বলেন, সালাহ উদ্দিনের স্ত্রী আপনার সাক্ষাৎ চেয়েছেন। এখনও সাক্ষাৎ পাননি। আপনি সাক্ষাৎ দেন। সালাহ উদ্দিনের স্ত্রী দাবি করেছে তারা শতভাগ নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। আপনার সাথে সাক্ষাৎ হলে তার মাধ্যমে সবাই জানতে পারবে ঘটনা কি হয়েছে।
এ সময় সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, আমার স্বামী নিখোঁজ হয়েছেন আজ ১৩ দিন। আমরা জানি না তিনি কোথায় আছেন, কিভাবে আছেন? আমরা শতভাগ নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। এর প্রমাণ আমাদের কাছে আছে। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলে আল্লাহর রহমতে আমরা তাঁকে সুস্থ্য অবস্থায় ফিরে পাব।
প্রসঙ্গত, ১০ মার্চ রাতে গুলশানের একটি বাসা থেকে বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হন। পরিবারের অভিযোগ আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে তুলে নিয়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিবারের এ অভিযোগ অস্বীকার করেছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম