News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪৬, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

তিন সিটিতে মেয়র পদে প্রার্থী দিলেন চরমোনাই পীর

তিন সিটিতে মেয়র পদে প্রার্থী দিলেন চরমোনাই পীর

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম প্রার্থী ঘোষণা করেছেন। তার নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের তিন নেতাকে সমর্থন দিয়েছেন তিনি।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমানকে ঢাকা দক্ষিণে, ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিনকে উত্তরে এবং চট্টগ্রামে ব্যবসায়ী মহিউদ্দিনকে সমর্থন দেয়া হয়েছে। তাদের মধ্যে এটিএম হেমায়েত ডিসিসির সর্বশেষ নির্বাচনে সাদেক হোসেন খোকার সঙ্গে প্রতিন্দ্বন্দ্বিতা করেছিলেন।

রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার সভায় চরমোনাই পীর তাদের সমর্থনের সিদ্ধান্ত দেন। শিগগির কাউন্সিলর পদেও সমর্থন দলীয় ঘোষণা দেয়া হবে বলেও জানা যায়।

সভায় চরমোনাই পীর বলেন, “প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীর পরিচয় ভুলে গিয়ে দলীয় ভূমিকা পালন করছে। ক্ষমতাসীনরা ক্ষমতাকে পাকাপোক্ত ও স্থায়ী করার উদ্দেশ্যে প্রশাসনযন্ত্রকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইসলামী আন্দোলন প্রচলিত রাজনীতির পরিবর্তে আদর্শিক পরিবর্তনে বিশ্বাসী বলেই রাজনীতিতে পৃথক একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফরম তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এ পরিবর্তনের ধারাবাহিকতায় সকলকে অংশ নেয়া উচিত বলেও আমরা মনে করি।”

সভায় দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়