News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ১ মার্চ ২০১৫
আপডেট: ০৪:৫৭, ১৬ ডিসেম্বর ২০২০

খালেদার গুলশানের কার্যালয়ে তল্লাশির নির্দেশ

খালেদার গুলশানের কার্যালয়ে তল্লাশির নির্দেশ

ঢাকা: বিএনপি ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত।

রোববার আদালত এই নির্দেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামান বিস্ফোরক আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলায় গুলশান থানা পুলিশকে এ নির্দেশ দেন।

গুলশান থানার মামলাটির নম্বর: ২৫ (২) ১৫)। মামরায খালেদা জিয়াসহ আসামি রয়েছেন ১৪ জন।

মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি ফিরোজ কবির আদালতে তল্লাশির আবেদন জানান। তিনি শুনানিতে বলেন, ‘খালেদা জিয়াসহ মামলাটির অন্য আসামিরা কার্যালয়টিতে পালিয়ে আছেন। নাশকতার কাজে ব্যবহার হতে পারে এ ধরনের বিস্ফোরক বা অন্যসব দ্রব্য সেখানে মজুদ থাকতে পারে। এজন্য কার্যালয়টিতে তল্লাশি করা প্রয়োজন।’

উল্লেখ যে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে ও হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সমন্বয় পরিষদের খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে দু’দফা ককটেল হামলায় আহত হন ৬ জন। এ ঘটনায় ওই দিন রাতে মামলাটি দায়ের করেন ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।

নিউজবাংলাদেশ.কম/ এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়