‘বিএনপি অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে’
ঢাকা: আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে। ভোট দেয়ার ক্ষেত্রেও তাদের মধ্যে আর কোনো ভয় থাকবে না। একথা বলেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ এমপি।
আজ রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়নতে বাংলাদেশে ন্যাশনাল ফ্রন্ট আয়োজিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সম্মেলনে তিনি উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। তাদের পরিচয় তুলে ধরে তিনি জানান, দেশের রাজনীতির আকাশে যে মেঘ জমেছে এ নির্বাচনের মাধ্যমে তা কেটে যাবে।
তিনি আরো জানান, ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। জয় বাংলা শ্লোগানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। বঙ্গবন্ধু ও তার পরিবারকে শহিদ পরিবারের মর্যাদা দিতে হবে। দশটা পদ্মা সেতু করলে যে উপকার হবে তারচেয়ে বেশি উপকার হবে গঙ্গা ব্রিজ করলে।
আবুল কালাম আজাদ ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ন্যাশনাল ফ্রন্টের অফিস সেক্রেটারি শফিউল্লাহ চৌধুরী, উত্তরের মেয়র পদপ্রার্থী হিসেবে ন্যাশনাল শ্রমিক ফ্রন্টের আহবায়ক আতিকুর রহমান খান নাজিমের নাম ঘোষণা করেন।
বিকল্প প্রার্থী হিসেবে উত্তর জন্য যুব ফ্রন্টের আহবায়ক কামরুল ইসলাম, দক্ষিণের জন্য মহিলা ফ্রন্টের আহবায়ক নাসিরা বেগমের নাম ঘোষণা করেন।
এসব নাম ঘোষণার পর আবুল কালাম জানান, দেশে অপহরণ ও গুমের রাজনীতি চলছে। কোনো কারণে নির্বাচনের আগে কেউ গুম হয়ে গেলে বিকল্প প্রার্থী নির্বাচন করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মমতাজ জাহান চৌধুরী, যুব ফ্রন্টের সদস্যসচিব খালিদ হোসেন, শ্রমিক ফ্রন্টের সেক্রেটারি সাইফুর রহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম