সিটি নির্বাচন বিএনপির জন্য এক্সিট পয়েন্ট
ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে বিএনপির জন্য এক্সিট পয়েন্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ভিয়েতনামের বাণিজ্য ও শিল্প বিষয়ক ভাইস-মিনিস্টার হোয়াং কুয়ক ভুয়ং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল আহমেদ একথা বলেন।
বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্ন আসে না। নাশকতা চালিয়ে তা হয় না। অনেকে বলছেন, তাহলে বিএনপি কি এক্সিট পয়েন্ট পাবে না? সিটি নির্বাচনই এক্সিট পয়েন্ট। আমার মনে হয় তারা নির্বাচনে আসবে।”
সিটি নির্বাচন বিএনপির জন্য ঘরে ফেরার সুযোগ মন্তব্য করে তিনি বলেন, “সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গী তৎপরতা থেকে বেরিয়ে এসে সিটি করপোরেশন নির্বাচন হোক বিএনপির জন্য এক্সিট পয়েন্ট। তারা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করুক, নাশকতা প্রত্যাহার করে নিক। বিএনপি আড়াই মাস পরে ঘরে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে। আসলে কিন্তু রাস্তায় নেই।”
বিএনপি এলে নির্বাচন পিছিয়ে যাবে কি না? এ প্রশ্ন উড়িয়ে দিয়ে তোফায়েল আহমেদ বলেন, “এটা কোনো কথা হলো? এটা (নির্বাচন) মামুলি কথা নয়। গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ধাক্কা খেয়েছে, এখন তারা সকল নির্বাচনে অংশ নেবে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বর্তমান ব্যবস্থার নির্বাচনে বিএনপিকে আসতে হবে।”
তিনি বলেন, “অবাধ, নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ করবে। আর সরকার সব রকম সহায়তা দেবে। সিটি করপোরেশন নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।”
মন্ত্রী বলেন, “আন্দোলনের নামে নাশকতা-জঙ্গিবাদের যে পথ বিএনপি গ্রহণ করেছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে বলে হরতাল-অবরোধে যানজট হয়।”
ভিয়েতনামের প্রতিনিধি দলেল সঙ্গে বৈঠকের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে কৃষি যন্ত্রাংশ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন ভিয়েতনামের ভাইস-মিনিস্টার। তারা বাংলাদেশে কৃষি যন্ত্রাংশ তৈরি করার জন্য বিনিয়োগ করতে চায়। অ্যাগ্রোবেজড ইন্ড্রাস্ট্রি করতে চায়।”
এছাড়া তারা ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের ফার্মাসিউটিক্যালস পণ্য ভাল করছে। এবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হবে। বর্তমানে ৯০টি দেশে ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি করা হচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফএ
নিউজবাংলাদেশ.কম