সিটি নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি: এমাজউদ্দিন
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে, তাই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যতার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এমাজউদ্দিন বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে বরাবরই নির্বচনমুখী দল। তাই আমরা মনে করি, আসন্ন সিটি নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে। তবে সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠ ও গ্রহণযোগ্যতার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।”
নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে বিএনপির দলীয় ফোরাম ও ২০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
চলমান আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে অংশ নিলে চলমান আন্দোলন কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে।”
নিখোঁজ সালাহ উদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, “সালাহ উদ্দিন আহমেদ বেগম জিয়ার পুত্রতুল্য। এখন পর্যন্ত তার কোন খোঁজ না পাওয়ায় খালেদা জিয়া উদ্বিগ্ন ও মর্মাহত। তাই তার সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে আসাটা তিনি প্রত্যাশা করেন।”
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশান কার্যালয়ে ড. এমাজউদ্দিনের নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল যান।
প্রতিনিধি দলে এমাজউদ্দিন ছাড়াও ছিলেন- গণস্বাস্থ্যের কাজী জাফর উল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ, কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক ইউসুফ হায়দার, অধ্যাপক ওবায়দুল ইসলাম, মামুন আহমেদ, বোরহান উদ্দিন ও তাহমিনা আক্তার টফি।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম