News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৫:০৬, ২৬ জানুয়ারি ২০২০

মিডিয়া সরকার নিয়ন্ত্রিত: খন্দকার মাহবুব হোসেন

মিডিয়া সরকার নিয়ন্ত্রিত: খন্দকার মাহবুব হোসেন

ঢাকা: “মিডিয়া সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, যা বলি তা তারা প্রকাশ করতে পারে না” বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, সালাউদ্দিনকে ফিরিয়ে দেয়া, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি’ শীর্ষক সমাবশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “সরকার  দেশে এবং বিদেশে বিএনপিকে জঙ্গি দল বলে সকলকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু জনগণ বিভ্রান্ত হবে না। জনগণ ভোটের অধিকার ফেরত চায়। তারা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচন করেত চায়। এ দাবি শুধু দেশের নয়, সারা বিশ্বের।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি যদি জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতেন, তাহলে জনগণের প্রতি আপনার মায়া থাকত। জনগণের প্রতি দায়িত্ব পালন করতেন।”

তিনি বলেন, “গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি পুলিশ বাহিনী বর্তমানে মামলা বাণিজ্য করছে। কিন্তু আমরা মামলাকে ভয় পাই না।”

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমাকে সরিয়ে দেওয়ার জন্য সবকিছু করেছেন। কিন্তু বাংলার মানুষ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস কর। যার কারণে তারা আমাকে চতুর্থ বারের মতো নির্বাচিত করেছে।”
 
নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ডা. এসএম রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
    


নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়