News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৫, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

সালাহ উদ্দিন নাটক শেষ, সন্ধানদাতাকে খুঁজছে পুলিশ

সালাহ উদ্দিন নাটক শেষ, সন্ধানদাতাকে খুঁজছে পুলিশ


ঢাকা: ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে পাওয়া গেছে’ টেলিভিশনের এমন ব্রেকিং দেখে পুরো দেশবাসীর চোখ যখন কপালে ঠিক তখনই  পুলিশের পক্ষ থেকে জানানো হলো এটা স্রেফ গুজব। তার কোন খোঁজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। উল্টো খোঁজা হচ্ছে তাঁকে, যিনি মুঠোফোন থেকে ফোন করে পুলিশকে সালাহ উদ্দিনের লাশ দেখার খবর দিয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে গাইবান্ধা পুলিশের অ্যাডিশনাল এসপি মোশারফ হোসেন নিউজবাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি দাবি করেন, সন্ধ্যায় একটা ফোন আসে, তাতে বলা হয় ফুলছড়ি উপজেলার খাটিয়ামারির চরে সালাহ উদ্দিনের লাশ পড়ে আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের বেশ কয়েকটি টিম দুর্গম ওই চরে কয়েক ঘণ্টা  অভিযান চালায়। কিন্তু সালাহ উদ্দিনের কোনো অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পুলিশ এখন সেই ব্যাক্তিকে খুঁজছে, যিনি মুঠোফোনে এ তথ্য জানিয়েছিলেন। ইতিমধ্যেই মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ওই ব্যাক্তির অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১০ মার্চ রাজধানীর বনানী থেকে সালাহ উদ্দিনকে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়