News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৮, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়ার গুজব

সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়ার গুজব

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গাইবান্ধার খাটিয়ামারির চর এলাকায় পাওয়া গেছে এমন গুজব ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে গাইবান্ধার ফুলছড়ির দুর্গম চর এলাকায় সালাহ উদ্দিনকে পাওয়া গেছে এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধার পুলিশ সুপার বলেন, “বিষয়টি গুজব।”

তিনি নিউজবাংলাদেশকে আরও বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত (রাত ১০টা ৫ মিনিট) আমাদের কাছে কোনো তথ্য নেই।” ফুলছড়ি থানার ওসিও সালাহ উদ্দিনকে পাওয়ার বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।  

এর আগে বৃহস্পতিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে সরকারের পক্ষ থেকে সেই অভিযোগ নাকচ করা হয়েছে।

নিউজবাংলাদেশ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়