News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৫, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

সংঘাতময় পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হবে: রওশন

সংঘাতময় পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হবে: রওশন

ঢাকা: বাংলাদেশের চলমান সংঘাতময় পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
 
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে রওশনের বাসায় ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সমবায় মন্ত্রী মোগেন্স জেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
 
রওশন বলেন, “আমি আশা করছি, এ সংঘাত থাকবে না। এটা অচিরেই স্বাভাবিক হয়ে আসবে। এমন পরিস্থিতি থাকতে পারে না।”
 
ডেনমার্কের বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ডেনমার্কে রপ্তানির মাধ্যমে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে তাছাড়াও ড্যানিডাসহ বিভিন্ন ড্যানিশ কোম্পানি এদেশে কাজ করছে। এ দেশের জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ফলে বেকারত্ব দূরীকরণে ডেনমার্ক বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।”
 
রওশন বলেন, “বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ডেনমার্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ডেনমার্কের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। কৃষি, বানিজ্য, পরিবহন, মৎস্য ও গ্রামীন উন্নয়নে ডেনমার্ক বিশেষ ভূমিকা রাখতে পারে।”
 
ডেমার্কের বাণিজ্য ও উন্নয়ন সমবায় মন্ত্রী এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন “এ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।”
 
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ফখরুল ইমাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, ডেনমার্কের স্টেট সেক্রেটারী মার্টিন বি হারমান, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুগোল ইস্কেজার প্রমুখ।

নিউজবাংলাদেশ/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়