এরশাদের ৮৫ তম জন্মবার্ষিকী কাল
ঢাকা: শুক্রবার ২০ মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৮৫তম জন্মবার্ষিকী। তিনি ১৯৩০ সালের ২০ মার্চ তারিখে বর্তমান কুড়িগ্রাম জেলায় মাতুতালয়ে জন্মগ্রহণ করেন।
তাঁর জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জানান, চেয়ারম্যানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটেই জাতীয় পার্টি ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পল্লীবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হবে।
আগামীকাল শুক্রবার সকাল ১১টায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গুলশান-১, ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনেও সাবেক রাষ্ট্রপতি এরশাদের সম্মানে জাতীয় পার্টির উদ্যোগে তাঁকে সংবর্ধনা জানানো হবে।
এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের জন্মদিন ও বয়স নিয়ে রংপুরের একাধিক ব্যক্তি তাদের প্রতিক্রিয়ায় জানান, “রংপুরের ছোল এরশাদের বয়স তো আরও বেশি বাহে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম