নাটক বন্ধ করুন: বুলু
ঢাকা: অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক করে বিরোধী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া ও গ্রেফতার বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কথা বলেন।
বুলু বলেন, “অনির্বাচিত ও অবৈধ সরকার তার স্বৈরশাসন টিকিয়ে রাখতে ক্রমাগত অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক সাজিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতের ব্যক্তিদের পাশাপাশি নিরীহ নিরপরাধ মানুষদের গ্রেফতার চালিয়ে যাচ্ছে।”
বিবৃতিতে বিএনপির এই আপদকালীন মুখপাত্র বলেন অভিযোগ করেন, বৃহস্পতিবারও যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মেজবাহউদ্দিন সেন্টুকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিচার বহির্ভূতভাবে হত্যা করে রেলে কাটা পড়েছে বলে প্রচার করা হয়েছে। শুধু গত ২ মাসেই এই উপজেলায় ৫ জন রাজনৈতিক কর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হলো।
সরকার নাটক করছে উল্লেখ করে বুলু আরো বলেন, “গতকাল যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের পারিবারিক মালিকানাধীন বহুতল ভবনের একটি খালি ফ্ল্যাটে অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক সাজিয়ে মিডিয়ার মাধ্যমে প্রচারের চেষ্টা করা হয়েছে যে বিএনপি অস্ত্র ও বোমার রাজনীতি করছে। অথচ মীর নেওয়াজ ঐ বাড়িতে বসবাস করেন না। গতরাতে চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজের ছাত্রবাসে ও নিকটবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে ছাত্রবাস থেকে ৮১ জন ঘুমন্ত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এখানেও অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনার প্রচারে নাটকীয়তা স্পষ্ট।”
বিবৃতিতে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদসহ অপহরণকরা সব বিরোধী নেতাকর্মীকে সুস্থ অবস্থায় অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান বুলু।
নিউজবাংলাদেশ/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম