News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫২, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

২০ দলের ২শ নেতাকর্মী আটকের অভিযোগ জামায়াতের

২০ দলের ২শ নেতাকর্মী আটকের অভিযোগ জামায়াতের

ঢাকা: সারা দেশে গ্রেফতার অভিযান চালিয়ে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের দুই শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলাম’র ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।

তিনি বলেন, “অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার দেশের জনগণের ভোটাধিকার, সভা-সমাবেশ ও মিছিল করার অধিকার হরণ করে গণতন্ত্রের কবর রচনা করেছে। প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে শত শত রাজনৈতিক নেতা-কর্মীকে। গোটা দেশ আজ বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করার জন্য শহরে-নগরে, গ্রামে-গঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের দিয়ে হত্যা, অপহরণ, গুম, সন্ত্রাস চালিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে জিম্মি করে রেখেছে সরকার। জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। গত ১৫ ঘণ্টায় সারাদেশে ১১ জন মানুষ খুন হয়েছে। এসব ঘটনা থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দৃশ্য ফুটে উঠে।’’

শফিকুর অভিযোগ করেন, ‘‘রাষ্ট্রের আইন-শৃংখলা বাহিনী দেশে অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার ও অপহরণের কাজে ব্যস্ত।’’

তিনি বলেন, ‘‘সরকারের জুলুম-নিপীড়ন দেশকে ক্রমাগতভাবে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আজও রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের দুই শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি সরকারের গণগ্রেফতারের এবং গণনির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

হত্যা, সন্ত্রাস, খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং জনগণের ন্যায্য ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান শান্তিপুর্ণ গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানান জামাত সেক্রেটারী ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়