News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

খালেদার কার্যালয়ে ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী

খালেদার কার্যালয়ে ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে গুলশানের কার্যালয়ে গিয়েছেন ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী মোগেন্স জেনসেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ডেনমার্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদার কার্যালয়ে প্রবেশ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, খালেদা জিয়ার সঙ্গে মোগেন্স জেনসেনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন ডেনমার্কের এ মন্ত্রী। ওই বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের চলমান সংকট নিরসনে সরকারকে সংলাপের পরামর্শ দিয়েছিলেন।

নিউজবাংলাদেশ/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়