সালাহ উদ্দিনের সন্ধানে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ তার স্বামীর সন্ধানে সরাসরি হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি জমা দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদ আবেদনটি গ্রহণ করেন।
বিএনপির প্রেস উইং সদস্য খায়রুল কবির খান নিউজবাংলাদেশকে এ তথ্য জানান।
এসময় সালাহ উদ্দিনের চাচা গিয়াস উদ্দিন ও তার স্ত্রী সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ১০ মার্চ রাতে সালাহউদ্দিন আহমেদকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় কিছু ব্যক্তি। এর পর আর কোনো খোঁজ মেলেনি। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের কথা স্বীকার করছে না। সরকার বলছে, ‘সালাহ উদ্দিন আত্মগোপনে রয়েছেন।’
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ ঘটনাকে গুম বলেছে। মঙ্গলবার সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযুক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম