সিটি নির্বাচনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত: খোকন
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি জনগণের দল। যে কোন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে অংশ নিলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। যেকোনো নির্বাচনকেই তারা চ্যালেঞ্জ হিসেবে নেয়। তাই ডিসিসি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তা দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।”
সরকার সর্বাত্মক চেষ্টা করেও সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ২০ দলকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মাহবুব বলেন, “বর্তমানে মানবাধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে সরকার। তবে সুপ্রিম কোর্ট, ঢাকা বারসহ দেশের ৮০ ভাগ আইনজীবী সংগঠনের বিজয় প্রমাণ করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।”
এর আগে বুধবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে রাত দশটার দিকে তারা কার্যালয় ত্যাগ করেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম