সালাহ উদ্দিনের ঘটনায় আব্বাস-সোহেলের উদ্বেগ
ঢাকা: মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল এক যৌথ বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাড়িহতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, “অবিলম্বে সালাহ উদ্দিনকে সুস্থ ও স্বভাবিক অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। নইলে এর পরিণতি শুভ হবে না। অন্যথায় এজন্যে একদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
জনসমর্থহীন অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে গুমের রাজনীতি শুরু করেছে উল্লেখ করে মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান বলেন, “এর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমসহ অসংখ্য নেতা-কর্মীকে গুম-হত্যা করা হয়েছে। আমরা জানি না, গত ৮ দিনে জননেতা সালাহ উদ্দিনের ভাগ্যে কী ঘটেছে? একজন জাতীয় নেতাকে তুলে নেয়া হলেও সরকার এ নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”
বিবৃতিতে তারা আরও বলেন, “সালাহ উদ্দিনের মতো একই কায়দায় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকেও ধানমণ্ডি থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে আটকের কথা কেউ স্বীকার করেনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাকেও স্বভাবিক অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দেয়ার জোর দাবি জানাচ্ছি।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম