News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৭, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০

নির্বাচন কমিশন ঘেরাও করবে বাসদ-সিপিবি

নির্বাচন কমিশন ঘেরাও করবে বাসদ-সিপিবি

ঢাকা: সিটি কর্পোরেশন  নির্বাচনে বর্ধিত জামানত ও বাধ্যতামূলক টিআইএন সার্টিফিকেট বাতিলের দাবিতে ২৫ মার্চ নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে বাসদ-সিপিবি। দাবি না মানা হলে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে। একথা জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সিটি কর্পোরেশন নির্বাচনে জামানতের টাকা অস্বাভাবিক হারে বাড়িয়ে এবং টিআইএন বাধ্যতামূলক করে সাধারণ মানুষকে প্রার্থীতা থেকে বাঞ্চত করার ষড়যন্ত্র বন্ধ করো শীর্ষক সমাবেশে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম বলেন, ৩ মাসের জন্য আপনি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে চান না। কীভাবে তাহলে তিন বছরের জন্য প্রশাসনের হাতে সিটি কর্পোরেশনকে ছেড়ে দিলেন?

তিনি জানান, সিটি কর্পোরেশন নির্বাচন না দিয়ে সরকার সংবিধান ভঙ্গ করেছে। সরকার আইন মানেনি। সরকারের বিচার হওয়া উচিত।

সেলিম আরো বলেন, নির্বাচনে কালোটাকার মালিক, লুটেরাদের সুবিধা দেয়ার জন্য জামানতের টাকার পরিমান বাড়ানো হয়েছে। প্রার্থীদের বাৎসরিক আয়ের ১০ শতাংশ জামানতের জন্য নির্ধারণ করতে হবে। তবে সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে।

এসময় তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চাইলে জামানতের টাকার পরিমাণ কমাতে হবে। পাশাপাশি বাধ্যতামূলক টিআইএন সার্টিফিকেটের নিয়ম বাতিল করতে হবে।

সমাবেশ থেকে দাবি জানানো হয়, বিনামূল্যে  ভোটার তালিকা সরবরাহ এবং জামানতের টাকার পরিমাণ বাৎসরিক আয়ের ১০ শতাংশ করার দাবি জানান হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান নিপন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লা আল কাফি রতন, সিপিবির  রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়