News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১১, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

আন্দোলন স্তব্ধ করার অপচেষ্টা সফল হবে না

আন্দোলন স্তব্ধ করার অপচেষ্টা সফল হবে না

ঢাকা: চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের খুন, গুম এবং মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করে সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে তা সফল হবার নয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এছাড়াও বিবৃতিতে তিনি চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে আরো বেগবান করার জন্য ২০ দলীয় জোটের নেতা-কর্মী এবং দেশের সব গণতন্ত্রকামী ব্যক্তি, সংগঠন ও দলের প্রতি আহ্বান জানান।

সরকারের প্রতি অভিযোগ করে বুলু বলেন, “সাবেক সাংসদ বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু, ঢাকার নির্বাচিত কাউন্সিলর চৌধুরী আলম ও লাকসামের বিএনপি নেতা পারভেজের মত শত শত বিরোধী দলীয় নেতা-কর্মীকে গুম করার পর এবার সাবেক মন্ত্রী ও বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে সরকারি বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতারের কথা অস্বীকার করছে।”

সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এসব ঘটনা নিয়ে কাণ্ডজ্ঞানহীন নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান ক্ষমতাসীন সরকার গণতন্ত্র মানে না, গণরায়ের পরোয়া করে না উল্লেখ করে বিবৃতিতে তিনি আরও বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি বর্তমান ক্ষমতাসীন সরকার গণতন্ত্রের কবর রচনা করেছিল। আজ তারা সেই কবরের উপর দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এবং বিরোধী দল-মতের জনগণকে কবরে পাঠাচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়