News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

বিএনপির দুঃখ একটা: মোজাম্মেল

বিএনপির দুঃখ একটা: মোজাম্মেল

ঢাকা: বিএনপির দুঃখ একটা, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে দ্রুত উন্নতি করছে। আর এ কারণেই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জননেত্রী সৈনিক লীগ আয়োজিত সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। তারা আল-কায়েদার মতো মানুষ মারছে। দেশে জঙ্গিবাদ কায়েমের চেষ্টা করছে।

এসময় তিনি জানান, বাংলার মানুষ হরতাল মানে না। খালেদা ও তারেক দেশকে পাকিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চায়।

মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নেতা সজীব ওয়াজেদ জয়কে হত্যার চেষ্টা করে লাভ হবে না। জয়ের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তার দক্ষ নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।

জননেত্রী সৈনিক লীগ সভাপতি মাহবুব উদ্দিন আহামেদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে এ মানববন্ধনে জননেত্রী সৈনিক লীগের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।
 
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়