News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

সরকার ক্ষমতা দেখায়, দায়িত্ব পালন করে না

সরকার ক্ষমতা দেখায়, দায়িত্ব পালন করে না

ঢাকা: জনগণের প্রতি যে দায়িত্ব পালন করা উচিত সরকার তা পালন করছে না। জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায় তাদের প্রতি দায়িত্ব পালন করার জন্য। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা যেভাবে কথা বলে তা ক্ষমতা দেখানো, দায়িত্ব পালন নয়।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিকল্প ধারার সভাপতি প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, “যেকোনো রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে। কারণ  আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা যায়। কিন্তু সরকার তো কথাই শোনে না। তারা যে ভাষায় কথা বলে তা সমাধানের ভাষা নয়।”

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলেন, “খ্যাতি কেউ জন্ম থেকে পায়, কেউ অর্জন করে আর কারো উপর আরোপ করা হয়। খন্দকার দেলোয়ার হোসেন খ্যাতি অর্জন করেছেন।”

সালাউদ্দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, “স্বাধীনচেতা, সত্যবাদী একটি তরুণ স্বাধীন সার্বভৌম দেশ থেকে হারিয়ে যাবে? আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা কিছু জানে না। এটা কেমন কথা তাহলে কি হচ্ছে দেশটার?”

আলোচনা সভার শুরুতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার প্রতিবাদে একমিনিট  নীরবতা পালন করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদের সভাপতি ড. খন্দকার আকবর হোসেন (বাবলু), কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. শাহজাহান সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আসাদুর করিম শাহিন, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামন, বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন মনি প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়