৭১ পরবর্তী প্রজন্মই এদেশের খাঁটি নাগরিক: ভূমি প্রতিমন্ত্রী
ঢাকা: স্বাধীনতার সঠিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবনীর কথা বাঙালি প্রতিটি শিশু কিশোরকে অবহিত করার আহ্বান জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, একাত্তর পরবর্তী প্রজন্মই এদেশের খাঁটি নাগরিক। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুকে জানার।
মঙ্গলবার রাজধানীতে চট্টগ্রাম সমিতি আয়োজিত জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রূপকল্প বাস্তবায়নে উন্নত ও প্রযুক্তি জ্ঞাননির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন শতাধিক শিশু কিশোর অংশ নেয়। উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে ক্রেস্ট ও মেডেল বিতরণ করেন ভূমি প্রতিমন্ত্রী। এসময় তিনি কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও টইটুম্বুরের উপদেষ্টা শিল্পী সবিহ্ উল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম