খালেদাকে ‘বেগম সাহেব’ বললেন সুরঞ্জিত
ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ”এতদিন পর বেগম সাহেব সংবাদ সম্মেলনে আসলেন। মানুষ মনে করেছিল সংবাদ সম্মেলনে এই সংঘর্ষ-সংঘাতের রাজনীতি পরিহারের কথা থাকবে। কিন্তু আমার মনে হল উনি যেন এই সংঘাতের রাজনীতিকে আরও উসকে দিলেন।”
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার দুপুরে ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।
সাবেক এ মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারা ছিলেন না। ব্যারিস্টার মওদুদ আহমদ এত বড় নেতা। উনার পরিচয় লিখতে গেলে এক পাতা শেষ হয়ে যায়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যিনি নেত্রী ডাকলেও আছেন, না ডাকলেও আছেন। উনিও উপস্থিত ছিলেন না।”
সালাহ উদ্দিনকে খুঁজে না পাওয়া রাজনীতির জন্য অশুভ লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “সর্বমহলের প্রচেষ্টায় সালাহ উদ্দিনকে খুঁজতে হবে। আশা করি আমরা সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে একটা ভাল খবর পাব।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম