বুধবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ঢাকা: বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আদালতে উপস্থিত না করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার সন্ধানের দাবিতে আগামী বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
এদিন সারাদেশে জেলা, উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপির এ অঙ্গসংগঠনটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় তারা।
সাবেক প্রতিমন্ত্রী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা সালাহউদ্দিন আহমেদকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কয়েকদিন পরও আদালতে উপস্থিত না করায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে স্বাক্ষরকারী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতারা বলেন, ‘‘যখন দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় গড়ে ওঠা তীব্র গণআন্দোলনে ২০ দলীয় জোটের পক্ষে সালাহ উদ্দিন আহমেদ বিবৃতি দিচ্ছিলেন, তখনই তাঁকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকার একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে; অন্যদিকে যারাই বিএনপির পক্ষে কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন, তাদেরকেই গ্রেফতার এমনকি নিখোঁজ করে ফেলা হচ্ছে।’’ .
নেতৃবৃন্দ বিবৃতিতে আগামী বুধবার ১৮ মার্চ সারাদেশে জেলা, উপজেলা ও মহানগরীতে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান।
নিউজবাংলদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম