সরকার কোনোদিন সমাবেশে নিষেধাজ্ঞা দেয়নি: হানিফ
ঢাকা: সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপির চেয়ারপারসনের আহ্বানের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেছেন, সভা সমাবেশের উপর এই সরকার কোনোদিন নিষেধাজ্ঞা জারি করে নাই।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা জানান। বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের আলোচনা সভা সফল করতে এ সভার আয়োজন করা হয়।
বিএনপি নেত্রীর সুস্থ রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই দাবি করে হানিফ বলেন, “ডিএমপি কমিশনার যখন সভা সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন। তখন তারা (বিএনপি) সমাবেশ করার অবস্থান থেকে ফিরে গেছেন। হরতাল-অবরোধ দিয়ে সহিংস রাজনীতির পথে চলে গেছে। এখন আবার সভা-সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন।”
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, “সারাদেশের মানুষ যখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তখন বিএনপি-জামায়াত জোট দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায়। আসুন খালেদা-জামায়াতসহ অশুভ শক্তিকে প্রতিহতের শপথ নিয়ে তাদের প্রতিহত করি।”
সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। কয়েকদিনের মধ্যে এটা পরিস্কার হয়ে যাবে যে, এটা তাদের সাজানো নাটক। তারা বারবার নাটক করে ধরা পড়েছে, এবারও ধরা পড়বে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তৃব্য রাখেন- সহ সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, উপ দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আর/এমএম
নিউজবাংলাদেশ.কম