সরকারের মন্ত্রিগণ ধরাকে সরা জ্ঞান করছে
ঢাকা: সরকারের মন্ত্রিগণ ধরাকে সরা জ্ঞান করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘সরকারের মাননীয় মন্ত্রিগণ দায়িত্বশীল বক্তব্যের পরিবর্তে উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য রেখে পরিস্থিতি ক্রমেই জটিল করে তুলছেন। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও দলীয় নেতাগণ উৎখাত, নির্মূল ও নিশ্চিহ্ন করার ঘোষণা দিচ্ছেন অব্যাহতভাবে। মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘গুলি করে মারলে কষ্ট কম হয়।’ তার এ বক্তব্য জনগণের সাথে একটি উপহাস ছাড়া আর কিছুই নয়। সরকারের মন্ত্রিগণ
ধরাকে সরা জ্ঞান করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা তাদের এ দায়িত্বহীন, উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’
শফিকুর রহমান বলেন, ‘‘১৪ মার্চ সিরাজগঞ্জ পৌরসভায় জামায়াতের কর্মী সাইদুর ও রফিকুল ইসলামকে পুলিশ প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে পায়ে গুলি করে গুরুতরভাবে আহত করে। এ অমানবিক ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে আজও জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় দুশতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমতিয়াজ উদ্দিন।”
গ্রেফতার অভিযানের নামে সন্ত্রাসী তাণ্ডব হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “অবৈধ সরকার গুলি করে মানুষ হত্যা করছে।”
গণগ্রেফতারের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবিতে ২০ দলীয় জোটের নেতৃত্বে দেশব্যাপী গণঅবরোধ এবং হরতাল কর্মসূচি অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা সাইফুল ইসলামের পিতা আলহাজ মতিউর রহমান রোববার ইন্তেকাল করায় সাইফুল ইসলামকে মানবিক বিবেচনায় অবিলম্বে মুক্তি দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম