প্রধানমন্ত্রীকে অবশ্যই সংলাপে বসতে হবে: এনডিপি
ঢাকা: দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল বন্ধ করতে চাইলে প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার সাথে সংলাপে অবশ্যই বসতে হবে বলে মন্তব্য করেছে ২০ দলীয় জোটের শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন।
বিবৃতিতে নেতারা বলেন, “জনগণের ভোটের অধিকার ছিনতাই করে নিজেই অবৈধভাবে ক্ষমতার আসন গেঁড়ে বসেছেন শেখ হাসিনা। তিনি জনগনের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাইলে আপোষহীন দেশনেত্রীকে জঙ্গীনেত্রী হিসেবে তুলনা করতেন না।”
দেশব্যাপী চলমান ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল বন্ধ করতে চাইলে প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার সঙ্গে সংলাপে অবশ্যই বসতে হবে এবং গ্রহণযোগ্য নির্বাচনের ফর্মুলা সরকারকেই বের করতে হবে বলেও উল্লেখ করেন তারা।
নিউজবাংলাদেশ/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম