‘হাসিনার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করি, মশকরা নয়’
ঢাকা: সালাহউদ্দিনকে খালেদা ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী যে পরিহাস করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা শেখ হাসিনার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করি, মশকরা নয়। একথা বলেছেন বিএনপির আপদকালীন যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো জানান, সরকারের নিষ্ঠুরতার সর্বশেষ দৃষ্টান্ত বিনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তাকে রাতের অন্ধকারে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙখলা বাহিনী ধরে নিয়ে যায়।
তিনি বলেন, দরজা ভেঙে বাসার মধ্যে ঢুকে পুলিশ তার চোখ বেঁধে হাতে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যায়। এ ঘটনার ৫ দিন পেরিয়ে গেছে। এরপরও তাকে ছেড়ে দেয়া কিংবা আদালতে হাজির করা হয়নি।
বুলু বলেন, এদিকে আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেফতারের কথা অস্বীকার করছে। সালাহউদ্দিনের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত থেকে এ ঘটনার ব্যাপারে রুল জারি করা হয়। সরকার তবু নির্বিকার।
জোটের আপদকালীন এ মুখপাত্র আরো জানান, সময় যত যাচ্ছে সালাহউদ্দিনের নিরাপত্তার ব্যাপারে উৎকণ্ঠা ততই বাড়ছে। কেননা বিরোধী দলের শ’ শ’ নেতাকর্মীকে গ্রেফতারের পর অস্বীকার ও গুম-খুনের অসংখ্য নজির এ সরকারের রয়েছে।
তিনি বলেন, গ্রেফতারের পর তা অস্বীকার করে নানা রকম নাটক সাজিয়ে অনেক পরে আটক দেখানোর উদাহরণও সরকারের রয়েছে। তবে সালাউদ্দিনের ব্যাপারে কী ঘটতে যাচ্ছে তা এখনো অজ্ঞাত।
বুলু দাবি জানান, অনতিবিলম্বে সালাহউদ্দিনকে মুক্তি দেয়া কিংবা আদালতে হাজির করা হোক। না হলে পরিস্থিতির অবনতি হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।
নিউজবাংলাদেশ/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম