জাতীয় সংসদকে অবমূল্যায়ন করা হয়েছে
ঢাকা: সম্প্রতি জাতীয় সংসদে ভাষা ব্যবহার নিয়ে বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জাতীয় সংসদে যে ভাষায় কথা বলা হয়েছে তাতে সংসদকে অবমূল্যায়ন করা হয়েছে। সংসদে যেভাবে বক্তব্য দেওয়া হয় তাতে আমরা লজ্জা পাই।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত ‘চলমান পরিস্থিতি উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মূল নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারা যাচ্ছে, মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। কারা এই কাজ করছে তা হাইকোর্টে কমিটি করে বের করুন।
৫ জানুয়ারি নির্বাচনকে ভুয়া নির্বাচন বলে আখ্যায়িত করে বদরুদ্দোজা বলেন, এই নির্বাচন দেশের জনগণ গ্রহণ করেনি। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক- এটাই আমাদের মূল দাবি।
মোবাইলে আড়িপাতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে কথা বলতে তো দেওয়াই হয় না, এমনকি মোবাইলেও আড়িপাতা হয়। এটা কি অপরাধ নয়?
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইমাজউদ্দিন আহমেদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই
নিউজবাংলাদেশ.কম