আগুন সন্ত্রাসীদের আত্মসমর্পনে বাধ্য করা হবে
ঢাকা: এই মুহূর্তে নির্বাচন দেশের কোনো সমস্যা নয়। দেশের প্রধান সমস্যা আগুন সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ । সবার আগে আগুন সন্ত্রাসীদের পরাজিত, নিশ্চিহ্ন ও আত্মসমর্পনে বাধ্য করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
খালেদা জিয়ার ভাষণের প্রতিক্রিয়া জানাতে রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের রাণি বেগম খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিলে নয়, কাশিমপুর কারাগার।
তিনি বলেন, সরকার শক্ত হাতে সকল সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাত মোকাবেলা করে দেশকে সচল রেখেছে। জনজীবনে স্বাভাবিকতা ফিরে এসেছে। দেশের শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে বলে তিনি আশ্বস্ত করেন।
ইনু বলেন, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের কাছে সরকার আত্মসমর্পণ করবে না। বরং আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের চূড়ান্তভাবে পরাজিত ও আত্মসমর্পনে বাধ্য করা হবে।
তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ, জঙ্গিবাদী-মৌলবাদীদের রক্ষা, দুর্নীতিসহ বিভিন্ন মামলা ও বিচার থেকে নিজেকে ও তাঁর পরিবারের সদস্যদের নিষ্কৃতির জন্য নিজেই নিজেকে ভুল রাজনীতির পথে নিয়ে গেছেন। তাঁর ভুল রাজনীতির খেসারত জনগণ কেন দেবে-এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই
নিউজবাংলাদেশ.কম