News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ১৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:২৭, ১৮ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

প্রায় ১২ বছর পর দেশে ফিরছেন প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু এ তথ্য জানান। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। 

গত ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন। এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়