সব শ্রেণির মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। ফাইল ফটো
জাতীয়তাবাদি দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর আমরা এমন এক বাংলাদেশে বসবাস করেছি, যেখানে আমাদের নাগরিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, ক্ষমতায় গেলে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করা বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হবে। পাশাপাশি তাদের জন্য স্বতন্ত্র অধিদফতর প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এলজিআরডি মিলনায়তনে বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সকল মানুষ সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। বিশেষ চাহিদাসম্পন্নরা আমাদের সেই কথা আমাদের মনে করিয়ে দেয়। তাদের সাহস ও শক্তি আমাদের প্রেরণা যোগায়। বিএনপিও এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবাই সীমাবদ্ধতাকে পাড়ি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ইচ্ছাশক্তি ও মেধা কখনো শারীরিক সীমাবদ্ধরতার কাছে হার মানে না। এই দেশে শারীরিক প্রতিবন্ধকতার জন্য কেউ যাতে বৈষ্যম্যের শিকার না হয়। বিশেষ চাহিদাসম্পন্নদের লড়াইকে সম্মান জানানো ও তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
নিউজবাংলাদেশ.কম/এনডি