বৃদ্ধের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার ছবিটি আ.লীগ আমলের
ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশের ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেন আওয়ামী লীগ সমর্থক অনলাইন এক্টিভিস্ট নিঝুম মজুমদার। ‘বাংলাদেশে দুর্ভিক্ষ’ চলছে দাবি করে সেই ছবিটি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বরের (১ বছর আগের) পুরনো ছবি। তখন দেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের শাসন চলছিল।
অনুসন্ধানে দেখা যায়, ছবিটি আলোকচিত্রী জিএমবি আকাশ তুলেছিলেন। ছবিটি নিয়ে অপপ্রচার শুরু হলে রোববার (৮ ডিসেম্বর) তিনি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তা শেয়ার করে সত্যতা তুলে ধরেন।
ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। তবে রিউমর স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে।
মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে অবস্থান করে নিঝুম মজুমদার প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ভারতীয় মিডিয়ার টকশোতেও তাকে অংশ নিতে দেখা গেছে।
এর আগে একটি লাইভ টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ তাকে হারপিক প্রদর্শন করেন। এরপর থেকে তিনি নেটিজেনদের কাছে ‘হারপিক মজুমদার’ নামে পরিচিত।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি