News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৪, ১০ ডিসেম্বর ২০২৪

কলকাতায় সিলেট আ.লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

কলকাতায়  সিলেট আ.লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

সিলেট জেলা আ.লীগ সাlধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর যুবলীগের সভাপতি আলম খান। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা থেকে সিলেটের আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের ডাউকি থানার পুলিশ।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান (মুক্তি), সহসভাপতি আবদুল লতিফ (রিপন) ও সদস্য ইলিয়াস হোসেন (জুয়েল)।

রোববার ভোরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। গত মাসে তাদের বিরুদ্ধে পশ্চিম জৈন্তা হিল জেলার একজন ট্রাকচালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় মামলা হয়েছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল) চার নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মেঘালয়ের দ্য শিলং টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার চারজনকে রোববার রাতে কলকাতা থেকে পশ্চিম জৈন্তা হিল জেলার প্রধান শহর জোয়াইয়ে আনা হয়। ট্রাকচালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে প্রত্রকাটির প্রতিবেদনে বলা হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়