News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৬, ৯ ডিসেম্বর ২০২৪

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংঘটকের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। 

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ফলে এখন থেকে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোয় যুক্ত হলেন সারজিস আলম। 

এতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত হলো। বর্ধিত সাংগঠনিক কাঠামোর আহ্বায়ক করা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীকে। সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন।

এদিকে নাসীরুদ্দীন ও আখতারের অনুমোদন করা বিজ্ঞপ্তিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন সারজিস আলম। 

তিনি লিখেছেন, জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সারজিস আলম।

ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। আত্মপ্রকাশের পর দফায় দফায় সংগঠনটির সদস্য বাড়ানো হয়েছে। সবশেষ গত ২৫ নভেম্বর রাতে সারজিস আলমসহ আরও ৪৫ জনকে যুক্ত করা হয়। সেখানে সারজিস আলমকে কেন্দ্রীয় সদস্য হিসেবে রাখা হয়েছিল। এবার তাকে বিশেষ পদ সৃষ্টি করে সেখানে মনোনয়ন দিলো সংগঠনটি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়