News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১০:২০, ১৮ জানুয়ারি ২০২০

আমাদের কঠোর আন্দোলন করতে হবে: মাহবুবুর

আমাদের কঠোর আন্দোলন করতে হবে: মাহবুবুর

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশ আজ অবরুদ্ধ। আর এ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় কঠোর আন্দোলন। আমাদেরকে এখন কঠোর আন্দোলন করতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘স্বাধীনতার মাসে অবরুদ্ধ গণতন্ত্র,  বিপন্ন মানবতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্নাকে নিগৃহীত করা হচ্ছে মন্তব্য করে মাহবুবুর রহমান বলেন, “পরিহাসের কথা দেশে এখনো সত্যিকারের গণতন্ত্র বেড়ে উঠেনি। এর একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। দেশে এখন লোক খুন হচ্ছে, গুম হচ্ছে, বিচার বহির্ভূতভাবে হত্যা হচ্ছে।”

বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, “সরকার থেকে তার সম্পর্কে কখনো বলা হচ্ছে সে নিজে আত্মগোপন করে আছে, আবার কখনো বলা হচ্ছে তার খোঁজ আমরা জানি না। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নীতিহীন, আদর্শহীন করে তাদেরকে তছনছ করে দিয়েছে।”

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ৫ মিনিটের মধ্যে সমস্যা সমাধান করতে পারেন। আমাদেরকে চোখ রাঙ্গাবেন না, ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না।”

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা আওয়ামী লীগের নামের প্রতি কটাক্ষ করে বলেন, “এখন পর্যন্ত তারা উর্দু শব্দ ‘আওয়ামী’কে আপন করে রেখেছে। আপনারা যদি বাংলাদেশকে আপন মনে করেন তাহলে বাংলা শব্দ দিয়ে নাম তৈরি করুন।”

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ধ্রুবতারার সঙ্গে তুলনা করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক বলেন, “মরুভূমিতে দিকহারা মানুষের শেষ আশ্রয়স্থল যেমন ধ্রুবতারা। ঠিক তেমনি আজকের এই সংকটময় অবস্থায় ও বাংলাদেশের একমাত্র ধ্রুবতারা বেগম খালেদা জিয়া।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর প্রতীক মিজানুর রহমান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বিএনপির কেন্দ্রীয় নেতা নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লা চৌধুরী প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়