News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ২২ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৮:২৭, ১৭ জানুয়ারি ২০২০

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ছাত্রী আহত

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ছাত্রী আহত

রাজধানীর কবি নজরুল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ও কারওয়ানবাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধের সমর্থকরা। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী শারমিন সুলতানা (১৯)। অপরদিকে, কারওয়ানবাজারে বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোন খবর নিশ্চিত হওয়া যায় নি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

শারমিনের বাবার নাম শহিদুল ইসলাম। তারা সূত্রাপুর থানার বাগানবাড়ি এলাকার ৩৬/৩ ফরাশগঞ্জের বাসিন্দা । শারমিনের সঙ্গে থাকা তার মা লিমা বেগম জানান, ক্লাস শুরু হওয়ার বিষয়ে খোঁজ নিতে তারা কলেজে যাচ্ছিলেন। রিকশা থেকে নামতেই একটি মিছিল থেকে তাদের দিকে ককটেল ছোড়া হয়। এতে তার মেয়ে গুরুতর আহত হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপির মিছিল থেকে ছোড়া ককটেলের আঘাতে তার কোমরে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন ।

অপরদিকে, রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবনের সামনের রাস্তায় হরতাল-অবরোধ সমর্থকরা পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় । এতে দুইজন আহত হন। এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাস-রিকশা যাত্রী ও পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের শব্দে পথচারীরা ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তল্লাশি শুরু করে। তবে তারা কাউকে আটক করতে পারেনি।

তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়