News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১০:২১, ১৮ জানুয়ারি ২০২০

‘খালেদাকে অবরুদ্ধ করেছে তারেক ও জামায়াত’

‘খালেদাকে অবরুদ্ধ করেছে তারেক ও জামায়াত’

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে তার বড়ছেলে তারেক রহমান ও জামায়াতে ইসলাম। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো জানান, বিএনপি নেতারা এখন বলছে খালেদাকে শিমুল বিশ্বাস অবরুদ্ধ করে রেখেছে।  

হানিফ বলেন, কিন্তু তা নয়, খালেদাকে তারেক রহমান ও পাকিস্তানের এজেন্ট জামায়াত অবরুদ্ধ করে রেখেছে। তারেক-জামায়াতের কথা ছাড়া খালেদার এক পা বাড়ানোর সুযোগ নেই। গতকাল সেটা আবারো প্রমাণ হলো।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে যুব মহিলা লীগ। সমাবেশে হানিফ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র জয়ের অপহরণ চেষ্টার সংবাদ প্রকাশ না করলে দেশের মানুষ বুঝতে পারত না বিএনপি কত জঘন্য দল।

খালেদার উদ্দেশে এসময় হানিফ বলেন, বাংলার মানুষ আপনার চেহারা দেখেছে। আপনার সুন্দর ওই মুখের আড়ালে কালো ষড়যন্ত্র লুকিয়ে আছে। মানুষ যে াবে ফুঁসে উঠেছে তাতে আপনার নিস্তার পাওয়ার সুযোগ নেই।

বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনকে নির্জলা মিথ্যাচার আখ্যা দিয়ে হানিফ বলেন, কী উদ্দেশ্যে খালেদা সংবাদ সম্মেলন করলেন জাতি তা বুঝতে পারেণি। জাতি আশা করেছিল তিনি ক্ষমা চেয়ে হরতাল-অবরোধ প্রত্যাহার কওে নেবেন। জাতি অবাক হয়ে দেখল, তা তিনি করলেন না।

আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাকদ আরো বলেন, নাশকতার অভিযোগে এ পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তারা সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। ৬৭ দিনে যত মানুষ হত্যা করা হয়েছে তার দায় খালেদাকেই নিতে হবে।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়