News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৬, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪০, ১৭ জানুয়ারি ২০২০

ডিসিসি নির্বাচন: বিএনপির জন্য সুযোগ

ডিসিসি নির্বাচন: বিএনপির জন্য সুযোগ

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন  “ঢাকা সিটি করপোরেশন নির্বাচন বিএনপিকে তাদের ব্যর্থ আন্দোলন বন্ধ করে পিছে সরে আসার সুযোগ করে দিয়েছে ।”

তিনি  বলেন, “ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের এই সুযোগের মাধ্যমে বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবেন বলে আশা রাখি।”

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে প্রয়াত রাষ্ট্রদূত অ্যাডভোকেট সিরিল সিকদার স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন “সিরিল সিকদারের মতো মানুষরা অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য কাজ করে গেছেন। আর  বেগম খালেদা জিয়ার মতো মানুষরা দেশকে কেবল সাম্প্রদায়িকই করেননি বরং জঙ্গিবাদী, নাশকতার বাংলাদেশ গড়েছেন। এই নাশকতার নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া।”

সমাজ কল্যাণমন্ত্রী অ্যাডভোকেট প্রমদ মানকিন এর সভাপতিত্বে  স্মরণ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ রেজাউর রাহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, অ্যাডভোকেট ইনা দাস গুপ্ত, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি জয়ন্তী রায়, নির্মল রোজারিও,  ড. নিমচন্দ্র ভৌমিক, পাল সিকদার ও সিরিল সিকদারের স্ত্রী মারগারেট সিকদার বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়