News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১০, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ২১:১৭, ২৮ জানুয়ারি ২০২০

চলমান আন্দোলনে যাদু মিয়া প্রেরণার উৎস

চলমান আন্দোলনে যাদু মিয়া প্রেরণার উৎস

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় চলমান আন্দোলনে মশিউর রহমান যাদু মিয়া আমাদের প্রেরনার উৎস বলে মন্তব্য করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান (বাংলাদেশ ন্যাপ) জেবেল রহমান গানি।

শুক্রবার গুলশানে মশিউর রহমান যাদু মিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জেবেল রহমান বলেন, “দেশে এখন গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে চলছে গণতন্ত্রকে পদদলিত করে একব্যাক্তির শাসন প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠায় চলমান আন্দোলনে মশিউর রহমান যাদু মিয়া আমাদের প্রেরনার উৎস। গণতন্ত্র প্রতিষ্ঠার যাদু মিয়ার জীবন অনুপ্রেরণার উৎস।”

চলমান পরিস্থিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গানি বলেন, “চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় সংলাপের কোন বিকল্প নাই। সরকার যতই বলপ্রয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা করুক না কেন তাতে কোনো লাভ হবে না। তারা যতই সংলাপের বিরোধীতা করুক না কেনো সংলাপে তাদের আসতেই হবে।”

অনুষ্ঠানে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, “যাদু মিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস রচনা সম্ভব নয়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এভাবে চলতে থাকলে দেশে গণবিদ্রোহ দেখা দিতে পারে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যহত হতে পারে। তখন গণতন্ত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও কাজ হবে না।”

সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, “বর্তমান শাসকগোষ্ঠির গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে যাদু মিয়ার সংগ্রামী জীবন আমাদের অনুপ্রেরণা যোগাবে।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়