News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

বিএনপির সঙ্গে সংলাপ বা সমঝোতা নয়

বিএনপির সঙ্গে সংলাপ বা সমঝোতা নয়

ঢাকা: বিএনপির সঙ্গে কোনো সংলাপ বা সমঝোতা হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানায় দলটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, “দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। এখন দেশে যা হচ্ছে তা কোনো রাজনৈতিক সংকট নয়। কিছু সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। আর সহিংসতাকারীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।”

খালেদা জিয়াকে খুনি উল্লেখ করে হানিফ বলেন, “যে মানুষ হত্যা করে তার সঙ্গে সংলাপ হতে পারে না। একজন খুনির সঙ্গে সরকার বসে আলাপ করতে পারে না। গত ৬৭ দিন হরতাল অবরোধের নামে যেসব সন্ত্রাসী, নৈরাজ্য ও নাশকতা চালিয়েছে এর দায়ভার তিনি না নিলে সংলাপের প্রশ্নই ওঠে না।”

নির্বাচন নিয়ে খালেদা জিয়ার অভিযোগের জবাবে আ.লীগের এ নেতা বলেন, “এই নির্বাচন কমিশনের নির্বাচনকে নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই। বাংলাদেশে এই প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। সব দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে। তারপরও বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিরুদ্ধাচারণ করার জন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, রেলমন্ত্রী মুজিবুল হক, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপসহ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়