News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ২৬ জুন ২০২০
আপডেট: ১৭:১৮, ২৬ জুন ২০২০

আ.লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা আক্রান্ত

আ.লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা আক্রান্ত

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি গণভবন সংলগ্ন সরকারি কোয়ার্টারে হোম কোয়ারেন্টিনে আছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার (২৬ জুন) বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয় অবস্থানকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনও সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।’

বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে জানান তথ্যমন্ত্রী।

এ বিষয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ড. হাছান মাহমুদ জানান, ‘বিষয়টি তিনি বিকালে গণমাধ্যমকে জানিয়েছেন। এ বিষয়ে আলাদা করে বলার কিছু নেই।

জানা গেছে, বিপ্লব বড়ুয়ার গাড়িচালক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আশায় বিপ্লব বড়ুয়ার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষা করানো হলে পজিটিভ রিপোর্ট আসে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়