News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৪, ১১ জুন ২০২০
আপডেট: ০৬:২৮, ১৪ জুন ২০২০

করোনায় জাপার কেন্দ্রীয় নেতার মৃত্যু

করোনায় জাপার কেন্দ্রীয় নেতার মৃত্যু

করোনায় মারা গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিন বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাহাউদ্দিন বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি এক শোকবার্তায় প্রয়াত বাহাউদ্দিন বাবুলেরর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়