News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ৭ জুন ২০২০
আপডেট: ১২:০৪, ৭ জুন ২০২০

বিভক্তির ভাইরাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না: কাদের

বিভক্তির ভাইরাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না: কাদের

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রবিবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, এটা রাজনীতির সময় নয়। রাজনীতি করার জন্য পরে অনেক সময় পাওয়া যাবে। এখন বিভক্ত করার ভাইরাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।

এর আগে, সকালে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের কেন্দ্রীয় নেতাদের সাথে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কাদের।

সেতুমন্ত্রী বলেন, জনগণের জীবন রক্ষা এবং দক্ষ নেতৃত্বের সাথে করোনাভাইরাস মোকাবিলা করার মতো দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। সংকটে তিনি একজন সাহসী এবং সফল নেতা।

যারা ৭ মার্চ এবং ৭ জুন পালন করেন না, তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই, যোগ করেন কাদের।

৭ জুন প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বাধীনতার সনদ। ১৯৬৬ সালে ৬-দফা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছয় দফাকে স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও অভিহিত করেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে।

তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অনেকে শহীদ হন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়