আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করোনায় আক্রান্ত
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার। নাদেল বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালকও।
জানা গেছে, গত বুধবার শরীরে জ্বর অনুভব করায় নিজের করোনা পরীক্ষার উদ্যোগ নেন নাদেল। ওইদিনই নাদেলের রক্তের নমুনা সংগ্রহ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার বলেন, গতকাল বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের ল্যাবে নাদেল ভাইয়ের করোনা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন বলেও জানান রাহাত।
নিউজবাংলাদেশ.কম/ডি