দেশের জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলকে কাদেরের আহ্বান
করোনা পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করুন: কাদের
দেশের জনগণের স্বার্থে করোনাভাইরাস পরিস্থিতি চলাকালীন সব রাজনৈতিক দলকে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেই সাথে তিনি রাজনৈতিক দলগুলোকে কাদা ছোড়াছুড়ি না করে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেছেন।
মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনভাইরাস মোকাবিলায় ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি, কারণ করোনা কারও প্রতি করুণা প্রকাশ করবে না।’
ঘূর্ণিঝড় ‘আম্পান’ সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী জীবন বাঁচাতে এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি উপকূলীয় জেলাগুলোর জনগণকে সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান।
সরকারের বিধিনিষেধ উপক্ষো করে ঈদুল ফিতরের আগে লোকজনের বাড়িতে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কাদের বলেন, ‘এ ধরনের গণজমায়েত চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে।’
এ সময় মন্ত্রী ঈদের আগে শ্রমিক ও সাংবাদিকদের বেতন ও বোনাস দেয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/এএস