News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ১০ মে ২০২০
আপডেট: ০৯:৩৭, ১৩ মে ২০২০

করোনায় আক্রান্ত হয়ে সাবেক প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাবেক প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার মারা গেছেন।

রোববার দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি বলে তার চাচাত ভাই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি জামালপুরের সাংবাদিকদের জানিয়েছেন, আনোয়ারুল কবির তালুকদার ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।’

মৃতের ছোট ভাই জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানিয়েছেন, কয়েক দিন আগে তার ভাই সিএমএইচ-এ জ্বর নিয়ে ভর্তি হন।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে জামালপুর-৪ সরিষাবাড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তী সময়ে আনোয়ারুল কবীর তালুকদার বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দেন। সম্প্রতি তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়